বিরোধীদের আলোচনার প্রস্তাবে রাজি নন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সম্প্রতি বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে আলোচনার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। মাদুরো এ মন্তব্যটি ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের শুনানিতে অংশগ্রহণের পর করেন। তিনি আদালতে অনুরোধ জানান যে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার বিষয়কে অনুমোদন দেওয়া হোক।


মাচাদো, যিনি মাদুরোকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দিয়েছিলেন, তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু মাদুরো মনে করেন, মাচাদো অপরাধ করেছেন এবং তাঁর উচিত আদালতে আত্মসমর্পণ করা। 


এদিকে, ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকট এখনো চলমান। নির্বাচনের ফল নিয়ে দেশটির অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে। মাদুরোর জয়ের পক্ষে নির্বাচন কমিশন দাবি করলেও বিরোধী দল এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে প্রকৃত বিজয়ী বলে দাবি করছে।


মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পর সহিংসতায় অন্তত ২৪ জন নিহত হয়েছে এবং দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

Argitaratu iruzkina

0 Iruzkinak