আজ সোমবার রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।
ইসিবি চত্বরে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। মিরপুর থানার ওসি মুন্সি সাব্বির জানিয়েছেন, মিরপুর ১০ নম্বরের গোলচত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটকের কথা জানিয়েছেন নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। স্থানগুলো হল: সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেসক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর–১০, ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। সকালে এসব এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং র্যাবের হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়।
ইসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, কিছু বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুড়ছিল, পুলিশ তাদের সরিয়ে দেয় ও কয়েকজনকে আটক করে।
উত্তরার বিএনএস সেন্টারে সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে এবং সেখানে বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নেয়। বিভিন্ন রাস্তা ও গলিতে কিছু মানুষকে দেখা গেলেও মূল সড়কে কাউকে বিক্ষোভ কর্মসূচিতে নামতে দেখা যায়নি।
0 Iruzkinak