কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনা অন্যতম সফল দল। উরুগুয়ের সাথে মিলে আর্জেন্টিনা ১৫ বার করে শিরোপা জিতেছে। ইকুয়েডর মাত্র ৩ বার এই শিরোপা জয় করেছে এবং সর্বশেষ ১৯৯৩ সালে তারা শিরোপা জেতে। তবে ইকুয়েডর কখনোই কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারাতে পারেনি।
২০২৪ কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইকুয়েডর মুখোমুখি হবে। বর্তমান কোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচে পরিষ্কার ফেবারিট হিসেবে খেলবে। কোপার পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষে কথা বলে। ১৯৪১ সালে প্রথমবার কোপায় ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা ৬-১ গোলে জয় পায়।
এখন পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে ১৬ বার মুখোমুখি হয়ে আর্জেন্টিনা ১১টি ম্যাচে জয় পেয়েছে ও ৫টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২১ সালের কোপা আমেরিকায় ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সব রকম প্রতিযোগিতা মিলিয়ে ইকুয়েডরের বিপক্ষে ৪০টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা ২৪টি জয় পেয়েছে, ৫টি হেরেছে এবং বাকিগুলো ড্র হয়েছে।
ইকুয়েডর সর্বশেষ আর্জেন্টিনাকে ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ২-০ ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচে মেসি খেলেননি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের লক্ষ্য হবে আর্জেন্টিনাকে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করা।
0 Iruzkinak