বিএনপি কার্যালয়ের মূল ফটকে এখনো তালা, যাচ্ছেন না নেতা–কর্মীরা

 

রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে গত শনিবার থেকে তালা ঝুলছে। দলটির কোনো পর্যায়ের নেতা-কর্মীরা সেখানে যাচ্ছেন না। গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় আছে।


কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় দুষ্কৃতকারীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। এই অভিযানে বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্যসহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীরা আসছেন না বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে। নয়াপল্টন কার্যালয়ের সামনে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৬ জুলাই রাতে ডিবি পুলিশ অভিযান চালানোর পর কার্যালয়ের ফটকে তালা লাগানো হয়। প্রধান ফটকের সামনে 'ক্রাইম সিন' লেখা হলুদ ফিতা টাঙানো হয়। ১৯ জুলাই ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মী ওই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। ২০ জুলাই বিএনপির লোকজন নিজেরাই ফটকে তালা লাগিয়ে চলে যান। এরপর থেকে কেউ আর সেখানে আসেনি। তবে গণমাধ্যমের কর্মীরা প্রতিদিনই কার্যালয়ের সামনে আসছেন।


গতকাল দুপুরের দিকে কার্যালয়ের সামনে দেখা যায়, মূল ফটকে দুটি তালা ঝুলছে। ফটকের ভেতরের দিকে কিছু পত্রিকা পড়ে আছে এবং অভ্যর্থনার টেবিল ও চারপাশে ধুলা জমেছে।


নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেক সদস্য জানান, গত এক সপ্তাহে কেবল রোববার ছাত্রদলের সাবেক এক নেত্রী দলীয় কার্যালয়ের সামনে এসে কয়েকটি ছবি তুলে চলে গেছেন।

Argitaratu iruzkina

0 Iruzkinak