সতীর্থদের কাছেও ‘গোপন’ রাখা হয়েছে মেসির ফেরার তারিখ

 



সম্প্রতি লিওনেল মেসির চোট নিয়ে ভক্ত-সমর্থকদের উদ্বেগ বেড়েছে। কাতার বিশ্বকাপের পর থেকে প্রায়ই চোটে পড়ছেন তিনি। সবশেষ কোপা আমেরিকার ফাইনালে পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। ডাগআউটে কান্নায় ভেঙে পড়া মেসির সেই দৃশ্য ভক্তদের মনে গভীর প্রভাব ফেলে।


ইন্টার মায়ামি জানায়, মেসির লিগামেন্টে গুরুতর ক্ষতি হয়েছে, যার ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। লিগ কাপের প্রথম ম্যাচে পিউবলার বিপক্ষে তাঁর অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।


মেসির সতীর্থ জুলিয়ান গ্রেসেল জানান, মেসির চোটের অবস্থা একেবারেই ভালো নয় এবং তাঁর ফেরার তারিখ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যাচ্ছে না। মেসি চোটাক্রান্ত জায়গাটিকে রক্ষা করতে বুট পরে থাকছেন এবং কম হাঁটাচলা করার চেষ্টা করছেন।


এমন পরিস্থিতিতে গ্রেসেল মেসির দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী। তিনি মনে করেন, মেসি তাড়াতাড়ি মাঠে ফিরবেন এবং এ ক্ষেত্রে এক বা দুই মাসের আগেই ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেন।

Argitaratu iruzkina

0 Iruzkinak