কোপা আমেরিকা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি হিসেবে ১৮৮ কোটি টাকা নির্ধারিত হয়েছে। সব মিলিয়ে টুর্নামেন্টের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে ৮৪৬ কোটি টাকা।

 

এক দিন বাদেই শুরু হবে কোপা আমেরিকা। এবার ১৬ দল নিয়ে মাঠে গড়াচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। দল বাড়ানোর সাথে সাথে প্রাইজমানির পরিমাণও বেড়েছে। সব মিলিয়ে দলগুলোকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে ৭২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ৮৪৬ কোটি টাকা।


প্রতিটি দল অংশগ্রহণের জন্য পাবে ২৩ কোটি টাকা। জয়ী দল পাবে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা, যা গতবারের তুলনায় দ্বিগুণ। রানার্সআপ দল পাবে ৬ মিলিয়ন ডলার বা ৭০ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে প্রায় ৫৮ কোটি টাকা, আর চতুর্থ হওয়া দল পাবে ৪৭ কোটি টাকা। সেই সাথে প্রতিটি দলের হোটেল ও পরিবহন খরচও বহন করবে আয়োজক কর্তৃপক্ষ।


গতবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ প্রাইজমানি পেয়েছে আর্জেন্টিনা, আর রানার্সআপ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ পেয়েছে ব্রাজিল।

Argitaratu iruzkina

0 Iruzkinak